অনেকেই প্রশ্ন করেন, “আমিতো গ্রাফিক ডিজাইন/ ওয়েব ডিজাইন/ অথবা অন্য কিছু শিখতে চাই” কিন্তু আমি কি কাজ শিখে মার্কেটপ্লেসে কাজ করতে পারবো? আমি কি এতো এতো ফ্রিল্যান্সারের মাঝে টিকে থাকতে পারবো? হাজার হাজার ফ্রিল্যান্সার রেখে আমাকেই কেনো কাজ দিবে? আবার অনেকে ভাবেন আজকাল আর গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনারদের ভাত নাই, অন্য কিছু শিখতে হবে…যতক্ষন পর্যন্ত আপনি পুরো সিস্টেম, মার্কেটপ্লেস নিয়ে স্বচ্ছ ধারণা পাচ্ছেন না, ততোক্ষন এগুলা ভাবা অমূলক নয়…
আসলে গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডিজাইনারদের ভাত নাই, কাজ নাই এটা মনে করা সঠিক নয়…কারন গ্রাফিক, ওয়েব এগুলো যার যার জায়গায় বহাল তবিয়তেই আছে, শুধুমাত্র কাজ করার মাধ্যমটা পরিবর্তন হচ্ছে…ইলাস্ট্রেটর এর আগে মানুষ অন্য সফটওয়্যার দিয়ে ডিজাইন করতো, এখন এর পাশাপাশি এডোব ইনডিজাইন, এক্স ডি সহ নানারকম নতুন নতুন সফটওয়্যার ব্যবহার করছে…তাহলে কি গ্রাফিক এর কাজ থেমে আছে? না, থেমে নেই…সময়ের সাথে সাথে কাজের মাধ্যম পরিবর্তন হচ্ছে… ওয়েব এর ক্ষেত্রেও বিষয়টি সেইম…শুধু ওয়েব না, ডিজিটাল মার্কেটিং, এন্ড্রয়েড এপস ডেভেলপমেন্ট সহ সব সেক্টরের অবস্থা একই রকম…
তাহলে কথা হচ্ছে কি করলে, কিভাবে আমরা টিকে থাকবো? টিকে থাকবো আমরা দক্ষতার মাধ্যমে…ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেই যদি ধরি, সেখানে এখন হাজার হাজার ফ্রিল্যান্সার…বিশেষ করে গ্রাফিক, ওয়েব ক্যাটাগরিতে তো অভাবই নেই…তাই কনফিউজড হওয়াই স্বাভাবিক…তাহলে কাজ পায় কারা? তারাই কাজ পায়, যারা তাদের পোর্টফলিও সুন্দর করে তৈরি করে, সুন্দর করে কমিউনিকেশন করতে পারে, ক্লায়েন্ট এর চাহিদা বুঝতে পারে এবং সে অনুযায়ী কাজ করতে পারে…এইসব কিছুর জন্য আপনি নিজেকে যতো ভালোভাবে তৈরি করতে পারবেন, সফলতার দিকে ততো ভালোভাবে আগাতে পারবেন…
আপনি যদি যারা সফল এবং যারা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, তাদের পর্যবেক্ষণ করেন, তাহলে সহজেই বুঝতে পারবেন দক্ষ ডিজাইনার বা ডেভেলপাররা কখনো কোথায় আটকায় না…দুইদিন আগে আর পরে তারা সফলতার দেখা পাবেন ইনশাল্লাহ…
আপনাকে শুধু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে…২০১৯ সালে এসে যেমন আপনি ২০০৫ সালের ইলাস্ট্রেটরে কাজ করলে হবে না, তেমনি ২০২৫ সালে আপনি এই বছরের ডিজাইন করলে চলবে না…নিজেকে আপডেট রাখার জন্য প্রয়োজন প্রচুর রিসার্চ আর ডেডিকেশন…তাই চেষ্টা করুন প্রচুর সময় দিতে, আশা করি বিফলে যাবে না…
Leave a Reply