ভাইয়া, আমারতো কোর্স শেষ হলো, এখনো তো কাজ পাচ্ছিনা।
আপু, আমিতো ৫ টা গিগ বানিয়েছি, কাজতো পাচ্ছিনা।
আমিতো নিয়মিত ক্লাস করেছি, এসাইনমেন্ট করেছি, গিগ রেডি করেছি ঠিক মতো, এখনোতো কাজ পাচ্ছিনা।
আমি যদি ৩/৪ মাস কোর্স করি, কাজ পাবোতো?
ক্লায়েন্ট নক দিচ্ছে কিন্তু কাজ দিচ্ছে না।
আমিতো ৫০০ এর উপর বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু কোনো কাজ পাচ্ছিনা।
এমন পরিস্থিতিতে পড়লে খুজে পেতে চেষ্টা করুন আপনার কোথায় ঘাটতি আছে। ৫০০ বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে যদি কাজ না পান, ক্লায়েন্ট এর রিপ্লায় না পান, তাহলে “বায়ার রিকোয়েস্ট এর কন্টেন্ট নিয়ে কাজ করুন। টেকনিক পরিবর্তন করুন, নিয়মিত রিসার্চ করুন।”
৩/৪ মাস কোর্স করলেই আপনি কাজ পাবেন না। কোর্সের মাধ্যমে আপনার দক্ষতা বাড়বে, নতুন নতুন বিষয় শিখতে পারবেন। এই শিক্ষাকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। তাহলেই কাজ পাওয়ার সম্ভাবনা দিন দিন বাড়তে থাকবে।
ক্লায়েন্ট কমিউনিকেশন এর জন্য ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। আপনাকে গ্রামারে হাফেয হতে হবে না, তবে যোগাযোগ করার মতো ভালো ইংরেজি জানতে হবে। রিসার্চ করুন, কোথায় ঘাটতি আছে খুজে বের করুন।
কোর্স করা, কাজ শেখার উদ্দেশ্যই থাকে এই দক্ষতা কোথাও কাজে লাগিয়ে উপার্জন বাড়ানো। তাই অনেক চেষ্টার পরেও যখন কাজ হয়না, তখন ধৈর্য ধরতে হবে। লেগে থাকতে হবে। নিয়মিত বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে, অনলাইনে থাকতে হবে বেশী বেশী। তা না হলে কাজ পাওয়া যাবে না। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হওয়ার অন্যতম বড় শর্ত হচ্ছে, “ধৈর্য, ধৈর্য এবং ধৈর্য।”
সবশেষে এতোটুকু বিশ্বাস রাখতে পারেন, “চেষ্টা করলে এবং লেগে থাকলে সবারই সময় আসবে। দুইদিন আগে বা পরে।”
শিখবে সবাই এর শিক্ষার্থীদের সাফল্য দেখুন শিখবে সবাই ফেইসবুক কমিউনিটি তে। https://www.facebook.com/groups/shikhbeshobai/
Leave a Reply